বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রবাস জীবনে শত ব্যাস্ততার মাঝেও বই কে সঙ্গী করে নিয়েছেন ইতালির ভেনিসে বসবাসরত জাহাঙ্গীর আলম

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ণ
প্রবাস জীবনে শত ব্যাস্ততার  মাঝেও বই কে সঙ্গী করে নিয়েছেন  ইতালির ভেনিসে  বসবাসরত জাহাঙ্গীর  আলম

Spread the love

 জাকির হোসেন সুমন ,  ব্যাুরো চীফ ইউরোপ   ঃ শত ব্যাস্ততার মাঝেও বইকে সঙ্গী করে নিয়েছেন  ইতালির ভেনিসে বসবাসরত  রেস্তোরাঁ ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম । 

জাহাঙ্গীর আলমের  জন্ম ঢাকার সায়েদাবাদে। ১৯৯১ সালে ইউরোপের দেশ ইতালিতে পারি জমান ।  শুরু করেন রেস্তোরাঁ  ব্যাবসা।  শত ব্যাস্ততার মাঝেও  অবসর সময় টা ব্ন্ধুদের সাথে আড্ডা না দিয়ে  জ্ঞান অর্জনের জন্য বই পড়ে থাকেন।  

সকাল হতে মধ্যরাত পর্যন্ত নিজ রেস্তোরাঁয়  কাজ শেষে   কয়েক ঘন্টা বই পড়ে তার পর ঘুমাতে যান।  মাঝরাতে সবাই জখন ঘুমিয়ে থাকে তখন তিনি গভীর  মনোযোগ দিয়ে  বই পড়েন। বই পড়ার আগে তেমন অভ্যােস ছিলোনা তার ।  ১৯৮৯ সালে  ফেব্রুয়ারী মাসে    বাসা থেকে ঘুরতে বের হয়ে  বই মেলায় যান।  সেখানে থেকে বেশ কয়েক টা বই কিনে বাসায় ফিরেন। সেই থেকেই তার বই কেনা ও পড়ার শুরু। ইতালি আসার পর নতুন বই কেনার নেশায় প্রতি বছর ২১ শের বই মেলায় ছুটে যান জাহাঙ্গীর আলম ।  নামি দামি ও নতুন লেখকদের  উপন্যাস ও ইতিহাস ঐতিহ্যর বই কিনে লাগেজ ভরে বই নিয়ে আসেন ইতালিতে।   এতো বই রয়েছে তার ঘরে ,  যে কেউ দেখলেই একটা রুম কে মনে হবে  পাঠাগার । 

 তার কথায় বই হচ্ছে ভালো ভালো বন্ধু ,  যে  অবসরে সঙ্গ দেয়।  মনের খোরাক জোগায় । বই তিনি একা পড়ছেন এমন টি নয়,  তার মতো প্রবাসে অনেকেই আছেন,  তার কাছ থেকে বই নিয়ে  বই পড়ে  সময়টাকে জ্ঞান অর্জনে কাজে লাগাচ্ছেন ।  তিনি সকলের প্রতি আহবান জানান ,  দেশে বা প্রবাসে যখনি  সময় পাবেন  নিজে বই পড়বেন ,   ও ভাষার মাসে বই মেলায় ছোট বড় সকলে  নিয়ে যাবেন ও   নতুন নতুন বই কিনবেন।   তাহলেই নতুন প্রজন্ম বই পড়ার প্রতি উৎসাহিত হবে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়ে মেধার বিকাশ  ঘটাবে।

সর্বশেষ - প্রবাস

Translate »