গাজায় স্টারলিংক ইন্টারনেট সরবরাহ করবে ইলন মাস্কের কম্পানি স্পেসএক্স। এই কাজের জন্য স্পেসএক্স আন্তর্জাতিক কয়েকটি দাতা সংস্থার (আইএনজিও) সহায়তা নেবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সরব থেকেছেন ডেনমার্কের কোপেনহেগেনের মেডিসিনের ডাক্তার আনাস্তাসিয়া মারিয়া লুপিস। এক্সে তাঁর ৯ লাখ ২৭ হাজার অনুসারী আছে। মাস্ককে ট্যাগ করে গাজার বেহাল ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার কথা উল্লেখ করেন। এই পোস্টের নিচেই রিপ্লাই দিয়ে মাস্ক জানান, ‘গাজায় গ্রাউন্ড লিংক কারা নিয়ন্ত্রণ করছে তা স্পষ্ট নয়। কোনো টার্মিনাল থেকে তাদের (স্পেসএক্স) সঙ্গে যোগাযোগ করা হয়নি। আন্তর্জাতিক কয়েকটি দাতা সংস্থার সাহায্যে স্টারলিংক গাজায় ইন্টারনেট সেবা দেবে।’ উল্লেখ্য, ইসরায়েল নির্বিচারে বোমা হামলা চালালে শুক্রবার সন্ধ্যায় গাজার ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এতে জরুরি সেবা, যেমন অ্যাম্বুল্যান্স ডেকে সাহায্য চাইতে ব্যর্থ হয় নিরুপায় গাজাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইন্টারনেট সেবা চালু হয়েছে।ফোনের সিগন্যাল থাকলেও তা খুব দুর্বল। এর আগে যুদ্ধরত ইউক্রেনেও ইন্টারনেট সেবা দেয় স্টারলিংকের স্যাটেলাইট। তবে ইউক্রেন এই সেবা ব্যবহার করে রুশ সেনাবাহিনীর ওপর হামলা করতে চাইলে মাস্ক তাতে সায় দেননি।
সূত্র : রয়টার্স