বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাষ্ট্রদূত সৌদি যেতে ইচ্ছুক কর্মীদের এজেন্ট ছাড়া সরাসরি ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেন

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৫, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

Spread the love

সৌদি আরবে যেতে আগ্রহী বাংলাদেশি শ্রমিকদের ভিসা সংক্রান্ত যাবতীয় খরচ নিয়োগকর্তাকে বহন করতে হবে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই বাংলাদেশি শ্রমিকরা আর্থিক ব্যয় নিয়ে দালালদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি জমা দিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে সৌদি দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশে সৌদি স্বেচ্ছাসেবী কার্যক্রম ‘আইবিএসএ’র আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, সৌদি দূতাবাস প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে। ভবিষ্যতে আরও সহজ করতে দুই দেশ কাজ করছে। কিন্তু বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়াকরণের যাবতীয় খরচ নিয়োগকর্তাদের বহন করার কথা থাকলেও দালালসহ বিভিন্ন চক্রের কারণে অর্থ অপচয় হচ্ছে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, এখন বাংলাদেশিরা হজ ও ওমরাহ পালনে কোনো সংস্থার সহায়তা ছাড়াই তাদের পছন্দের প্যাকেজ বেছে নিয়ে সহজেই হজ পালন করতে পারবেন।

দুই দেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমুখী। এ সম্পর্ক শুধু হজ ও ওমরার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা সহযোগিতা, জনশক্তি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সহায়তা করছে। আমরাও চাই রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে আসুক।

ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, আগামী কয়েক মাসের মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য সৌদি কোম্পানি রেড সি গেটের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। সৌদি আরবের অনেক কোম্পানি বাংলাদেশের বিদ্যুৎ খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এ নিয়ে দুই পক্ষই কাজ করছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। সৌদি যুবরাজের বাংলাদেশে ঐতিহাসিক সফরে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সৌদি রাষ্ট্রদূত।

বাংলাদেশে ‘আইবিএসএ’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার ৫০টি বিদ্যালয়ের ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে।

সর্বশেষ - প্রবাস

Translate »