শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রেসিডেন্ট যেই হোক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন দেশটি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিক উভয় দলের সঙ্গেই ড. ইউনূসের সুসম্পর্ক রয়েছে। তার বন্ধু দুটি দলের মধ্যেই আছে। শনিবার (২ নভেম্বর) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, কোনো কোনো দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব গণতান্ত্রিক দেশে কখনও পড়ে আবার কখনও পড়ে না।

তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডনাল্ড ট্রাম্পের বক্তব্যটি সম্পূর্ণ ডমেস্টিক পলিটিক্যাল ইস্যু। লবিস্টরা হয়ত এ বিষয়ে প্রভাব বিস্তার করেছে। আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না।

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, আমরা চাচ্ছি তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে গণঅভ্যুত্থান সারা বিশ্বের সাপোর্ট পেয়েছি। পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে ভারত থাকা সত্ত্বেও তা কোনো কাজে আসেনি। জনগণ জেগে উঠলে কোনো অপশক্তিই টেকে না।

সর্বশেষ - প্রবাস