ইউরোপীয়ান নন সেনজেনভুক্ত দেশ রোমানিয়ায় কাজের সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের জন্য। সেনজেনভূক্ত হওয়ার লক্ষ্যে সে দেশে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে উন্নয়নে জন্য কাজ করছে দেশটি।
কিন্তু সেখানে নীচের লেবেলে জনশক্তির অভাব রয়েছে। ফলে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো থেকে দক্ষ-অদক্ষ শ্রমিক নিচ্ছে। বাংলাদেশ থেকে ২০২৩ সাল নাগাদ কয়েক লক্ষ জনশক্তি রপ্তানীর সুযোগ সৃষ্টি হয়েছে।
সুতরাং অনুমোদিত রিক্রুটিং এজেন্সীর সহোয়তা নিয়ে জনশক্তি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রোমানিয়ায় ভাগ্য গড়তে পারেন বাংলাদেশিরা।