সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুদ্ধের মধ্যেও দুর্নীতি, উপমন্ত্রীকে বহিষ্কার করলেন জেলেনস্কি

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২৩, ২০২৩ ৮:০৬ পূর্বাহ্ণ

Spread the love

যুদ্ধ-বিগ্রহ ও রাশিয়ার হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। দেশটির সাধারণ মানুষ ভোগ করছেন নিদারুণ কষ্ট। কারও জিবনের কোনো নিশ্চয়তা নেই। এত কিছু সত্ত্বেও দুর্নীতিতে জড়িয়েছেন ইউক্রেনের এক উপমন্ত্রী। যাকে দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে বহিষ্কারও করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর দ্য গার্ডিয়ানের।

রোববার (২২ জানুয়ারি) রাতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলেনস্কি। তিনি জানিয়েছেন, কোনো দুর্নীতি সহ্য করা হবে না। এছাড়া দুর্নীতি প্রতিরোধে সামনে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি এটি পরিষ্কার করতে চাই: আগে কি হতো সেটি কখনোই ফিরবে না, যেটি সরকারি সংস্থার কাছের লোকরা করতেন এবং যারা ক্ষমতার আসনের জন্য সারাজীবন ব্যয় করেছেন।’

এরপর তিনি জানান, ঘুষ নেওয়ার অভিযোগে এক উপমন্ত্রীকে বহিষ্কার করেছেন তিনি।

জেলেনস্কি ওই মন্ত্রীর নাম প্রকাশ না করলেও, বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপমন্ত্রী ভাসাল লোজিনস্কি ঘুষ গ্রহণের অভিযোগ গ্রেপ্তার হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট সতর্কতা দিয়ে বলেছেন, ‘যাদের কাজকর্ম আইন ভঙ্গ করে তাদের এর মাধ্যমে (উপমন্ত্রীকে গ্রেপ্তার ও বহিষ্কার করার বিষয়টি) আমরা সতর্কতামূলক সংকেত দিতে চাই।’

এদিকে ইউক্রেনের রাজনীতিবিদদের দুর্নীতিতে জড়ানোর বিষয়টি নতুন নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে ১৮০টি দেশের মধ্যে ১২২তম স্থানে রয়েছে ইউক্রেন।

গত বছর যখন ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ লাভের আবেদন করে তখন সংস্থাটি দেশটিকে দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিতে অনুরোধ জানায়।

সর্বশেষ - প্রবাস

Translate »