মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১৫, ২০২২ ৪:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

জি টু জি ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন সিঙ্গাপুরের ব্যবসায়ীরা।

সোমবার (১৪ নভেম্বর) বেজার সভা কক্ষে বাংলাদেশে বিনিয়োগের বিষয় যাচাই এবং আলোচনার জন্য সিঙ্গাপুর থেকে আসা ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের সঙ্গে বৈঠক করেছে বেজা।

সভায় অংশ নিয়ে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। সিঙ্গাপুর ব্যবসায়ী দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। সভায় বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের নির্বাহী পরিচালক মি. সো ওয়েই চেন, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের আঞ্চলিক পরিচালক মিস. সাবরিনা হো, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামানসহ অন্যান্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের প্রতিনিধি কর অবকাশ, বিনিয়োগের প্রকৃতি এবং এর সঙ্গে সম্পর্কিত ব্যয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধি দলটি পর্যটন খাত, একক বিনিয়োগ এবং জি টু জি ভিত্তিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশ এবং সিঙ্গাপুরের চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দু’দেশের অর্থনৈতিক বন্ধনকে আরো দৃঢ় করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গাপুর এবং সেদেশের বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এ লক্ষ্যে সমন্বিতভাবে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছে।

২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে সিঙ্গাপুরের ব্যবসায়ী সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছিলেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে স্থাপিতব্য অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, প্রতিবছর অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার সমমানের পণ্য উৎপাদন/রপ্তানি আয় প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে এখন বিনিয়োগ-বান্ধব পরিবেশ বিরাজ করছে।

তিনি আরো বলেন, বেজা বিনিয়োগ উন্নয়নের জন্য নিরলস কাজ করছে এবং সেবাপ্রদানকারী সংস্থাগুলোর সব সেবা একটি জানালা থেকে দেওয়ার সুবিধা বা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করেছে। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে স্বয়ংসম্পূর্ণ শিল্পাঞ্চল তৈরির কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে।

এছাড়াও নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বি-পাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বেজার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান এবং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তার সংস্থা আন্তরিকভাবে ভূমিকা রাখতে চায় বলে উল্লেখ করেন।

সর্বশেষ - প্রবাস

Translate »