শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে প্রবাসী খুন

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১২, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

Spread the love

গাজীপুরের কাপাসিয়ায় বাড়ির চালের উপর হেলে পড়া বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক প্রবাসী খুন হয়েছেন। এসময় দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত: ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ছেলেসহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম-মোবারক হোসেন (৪০)। তিনি কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা ও এলাকাবাসী জানায়, জমির সীমানা নিয়ে কাপাসিয়ার বড়বাড়ি গ্রামের নুরুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই প্রতিবেশী আব্দুল লতিফের (৮০) বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। গত কিছুদিন ধরে নুরুল ইসলামের ছেলে মোবারক হোসেনের ঘরের চালের উপর আব্দুল লতিফের কিছু বাঁশ হেলে পড়ে। শনিবার সকালে ছোটভাই আলমকে সঙ্গে নিয়ে আব্দুল লতিফের ঝাড় থেকে ওই বাঁশ কাটতে যান মোবারক হোসেন। এসময় আব্দুল লতিফ (৮০) ও তার দুই ছেলে রফিকুল (৪০) ও হাদিউল (২৫) লাঠিসোটা নিয়ে এসে বাঁধা দিলে তাদের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এসময় দুইপক্ষের মাঝে হাতাহাতি ও মারামারি হয়। এক পর্যায়ে মোবারকের বুকে ও হাতে ছুরিকাঘাত লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ ঘটনায় মোবারক হোসেন (৪০), তার ভাই আলম ও বোন খালেদা এবং প্রতিপক্ষের আব্দুল লতিফ (৮০) ও তার দুই ছেলে রফিকুল (৪০) ও হাদিউল (২৫) আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মোবারককে মৃত ঘোষণা করেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। সৌদী প্রবাসী মোবারক হোসেন গত ১০দিন আগে দেশে আসেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: নাজমুল হোসেন জানান, মৃত অবস্থায় মোবারককে হাসপাতালে আনা হয়েছে।

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল লতিফ ও তার দুই ছেলে রফিকুল ও হাদিউলকে আটক করা হয়েছে। তারা পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »