বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিদিশা-মামুনুরের পাল্টাপাল্টি অভিযোগ

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৯, ২০২২ ২:৪০ পূর্বাহ্ণ

Spread the love

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী মামুনুর রশীদ বলেন, আমিসহ ট্রাস্টি বোর্ডের তিন সদস্যের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করেছেন।

তিনি আরও বলেন, রোববার (৬ নভেম্বর) এরশাদ ট্রাস্টের সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও অ্যাডভোকেট রুবায়েত হাসানকে সঙ্গে নিয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ট্রাস্টের সুবিধাভোগী শাহাতা জারাব এরশাদ এরিকের খোঁজ-খবর নেওয়ার জন্য রাজধানীর বারিধারার ১০ দূতাবাস রোডের প্রেসিডেন্ট পার্কে যাই। এ সময় আমাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করেন বিদিশা সিদ্দিক।

যদিও বিষয়টি অস্বীকার করে বিদিশা সিদ্দিক বলেন, তাদের সঙ্গে আমার কথাও হয়নি। আমি এবং এরিক ওমরা করে আসার পরে অসুস্থ ছিলাম। তারা যখন বাসায় এসেছিলেন তখন এরিক বাসায় ছিল না। বাসায় মেহমান ছিল।

তিনি আরও বলেন, তাদের বলা হয়েছিল এরিক বাইরে গেছে, আপনারা বসেন। কিন্তু তারা সময় নেই বলে উঠে চলে যান। যাওয়ার সময় মামুন সাহেব আমাকে ১৪ হাত মাটির নিচে পুতে ফেলার হুমকি দিয়ে গেছেন। এটা সবাই শুনেছে। তার আগে তিনি আমাকে গাড়ি চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশান থানায় সাধারণ ডায়েরি করা আছে।

কাজী মামুনুর রশীদ এখন আর এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান নেই দাবি করে বিদিশা বলেন, কাজী মামুন এখন আর ট্রাস্টের চেয়ারম্যান নেই। এখন ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল।

বিদিশাকে হুমকি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে কাজী মামুন ঢাকা পোস্টকে বলেন, আমি তাকে কেন হত্যার হুমকি দিতে যাব? এটা মিথ্যা কথা। বিদিশা এরিক এরশাদকে যে নির্যাতন করেন, তা এরিক নিজেই আমাকে ফোন দিয়ে বলেছে। তার রেকর্ড আমার কাছে আছে।

তিনি আরও বলেন, আমরা গিয়েছিলাম এরিককে দেখতে। কিন্তু বিদিশা এরিককে লুকিয়ে রাখেন। আমরা যাওয়ার পরে এরিক বাইরে গেছে। পরে এরিকের ড্রাইভারকে ফোন করলে ধরে না। বিদিশা ড্রাইভারকে কল দিয়ে ফোন বন্ধ করে রাখতে বলেন। পরে ড্রাইভার তার ফোন বন্ধ করে দিয়েছে।

আপনাকে তো ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে বাদ দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে কাজী মামুন বলেন, কে বাদ দিয়েছে আমাকে? কীসেরে ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে?

আরও পড়ুন : সরকারকে কী বার্তা দিলো জাতীয় পার্টি?

এরিক এরশাদ আপনাকে নিয়োগ দিয়েছিল, সে-ই বাদ দিয়েছে, জানালে মামুন বলেন, আগের ট্রাস্টের চেয়ারম্যানের মৃত্যুতে ট্রাস্টির বোর্ডের সভায় আমাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এরিক এরশাদ আমাকে নিয়োগ দেয়নি।

এদিকে বিদিশাকে ট্রাস্টের প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়ে নোটিশ দিয়েছেন কাজী মামুন।

নোটিশে বলা হয়, রওশন এরশাদের নাম ব্যবহার থেকে বিরত থাকতে বিদিশাকে আবারও নোটিশ দেওয়া হয়েছে। এবার তিন দিনের মধ্যে জবাব ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
নিজের সিক্রেট ফাঁস করলেন মালাইকা

নিজের সিক্রেট ফাঁস করলেন মালাইকা

কঙ্গো থেকে সব শান্তিরক্ষী সরিয়ে নেওয়ার ঘোষণা জাতিসংঘের

সেই জোড়া ‘কালা পোপা’ সাড়ে ৮ লাখে বিক্রি

প্রথমবারের মতো আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক

প্রথমবারের মতো আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক

‘মুশফিক-লিটন ভালো খেলছে না, নতুনদের সুযোগ দিতে হবে’

‘মুশফিক-লিটন ভালো খেলছে না, নতুনদের সুযোগ দিতে হবে’

সেই হামলার জন্য ‘মোবাইল ফোন ব্যবহারকে’ দায়ী করল রাশিয়া

ডলারের কারণে দেশে গ্যাস-বিদ্যুতের সংকট হবে না: জ্বালানি উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে গ্রাম দারিদ্রমুক্তকরণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন বিএনএফ চেয়ারম্যান

পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ৪৫ দিন পর একজনের লাশ উদ্ধার

স্কুলে করোনা সংক্রমণের খবরের সত্যতা পাইনি: শিক্ষামন্ত্রী

স্কুলে করোনা সংক্রমণের খবরের সত্যতা পাইনি: শিক্ষামন্ত্রী

Translate »