সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ উইমেন্স অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভুটানকে রীতিমতো উড়িয়ে দেয় বাংলাদশে।
এর আগে এই ভুটানকে ৮-০ গোলে হারিয়ে মিশন শুরু করেছিল লাল-সবুজের দল।
সোমবার খেলার ১৫ মিনিটে ভুটানের জালে প্রথম বল পাঠান সুরভি। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। এরপর ৩২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ফের গোল করেন সুরভি। দ্বিতীয়ার্ধের শুরুতে সুরভির গোলেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ।
৫৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের উচুঁ শটে স্কোরলাইন ৬-০ করেন নুশরাত জাহান মিতু। ৬৫তম মিনিটেগোল করেন আয়েশা আক্তার।
৮০তম মিনিটে গোল করেন থুইনু মারমা। ৮৬তম মিনিটে সুরভির ষষ্ঠ গোলে ৯-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।