শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

উজবেকিস্তানে জাতীয় সংবিধান দিবস উদযাপন

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৫, ২০২২ ১:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে দিবস‌টি উদযাপন করা হয়।

দিবস‌টি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এরপর প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তারা জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করে বাংলাদেশের সংবিধান প্রণয়নের গৌরবোজ্জ্বল ইতিহাসের উপর আলোকপাত করেন।

উজবেকিস্তানে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও সংবিধান প্রণয়নে তার অসামান্য অবদানের কথা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রদূত ব‌লেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার পর খুব কম সময়ের মধ্যে জনপ্রতিনিধিদের মধ্যে আলোচনা ও তাদের মতামতের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রচনা করা সম্ভব হয়েছিল।

সর্বশেষ - প্রবাস

Translate »