বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৯, ২০২১ ২:০৪ অপরাহ্ণ
ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Spread the love

ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন । স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে তার স্ত্রী ক্যারি সাইমন্ডস এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন বলে ওই দম্পতির মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

ওই দম্পতির মুখপাত্র এক বিবৃতিতে জানান, মা ও মেয়ে দুজনের সুস্থ আছেন। সব রকম সহায়তার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক দলকে ধন্যবাদ জানান তিনি। 

ওই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে। ওই বছরের মে মাসে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ঘরোয়া আয়োজনে নিজেদের বিয়েটা সেরে ফেলেন ক্যারি-বরিস। 

যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন।

এটা অবশ্য ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর তৃতীয় বিয়ে। বরিসের দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলার। তাদের চারটি সন্তান আছে।

তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ২০০০ সালে বাবা হয়েছিলেন টনি ব্লেয়ার।

২০১০ সালে ১০ নং ডাউনিং স্ট্রিটে থাকাকালেই কন্যা সন্তানের বাবা-মা হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আর সামান্থা।

সর্বশেষ - প্রবাস