ল্যাকেম্বার সিনিয়র সিটিজেন হলে সিডনি খ্যাত দরদী শিল্পী রুহুল আমিনের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। লোক গানের শিল্পী হিসেবে রহুল আমিন বহুল পরিচিত ও সিডনির সকল মঞ্চে রয়েছে তার গান গাওয়ার অভিজ্ঞতা। এই সংগীত সন্ধ্যাটি রবিবার আয়োজন করেছে তার বন্ধু মহল।
তিনি প্রবাসে থেকেও বাংলা লোক গানগুলো ধরে রেখেছেন। এই গুণী মানুষটি বাংলার লোক গানের মতই সহজ সরল ও বন্ধু বৎসল। অনুষ্ঠানে দরদী শিল্পী রুহুল আমিনের একক গান ছাড়াও সিডনির সুপরিচিত কয়েকজন শিল্পীদের সাথে তিনি দ্বৈত সংগীত পরিবেশন করেন।
আবৃত্তি শিল্পী আসিফ ইকবাল ও পলি ফরহাদ একক আবৃত্তি ছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। যন্ত্র সহযোগিতায় ছিলেন সিডনির যন্ত্র শিল্পীরা। পুরো অনুষ্ঠানটিই দর্শকরা আনন্দের সাথে উপভোগ করেন। সিডনিবাসীরা আগামী অনুষ্ঠানের জন্য শুভ কামনা জানিয়েছেন।