বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

Spread the love

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উত্তরা-৪ নম্বর সেক্টর. রোড- ১১. হাউজ- ৪৫. থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান বলেন, আমারা খবর পেয়ে সকালে উক্ত হোটেলের দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মৃত দেহটি উদ্ধার করি। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারি তিনি চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলের রুম ভাড়া নিয়ে থাকা শুরু করেন। বুধবার রাতেও তিনি খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পরেন। সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তারা থানায় খবর দেন।

বঙ্গবন্ধুকে কটূক্তি, কর্নেল রশিদের জামাতার ৭ বছরের কারাদণ্ডবঙ্গবন্ধুকে কটূক্তি, কর্নেল রশিদের জামাতার ৭ বছরের কারাদণ্ড

তিনি বলেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে তিনি এসেছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - প্রবাস

Translate »