বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

Spread the love

 ঠাকুরগাঁও প্রতিনিধি : রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর রিজিয়নের অধীনস্থ ১৫টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান,বিএসপি,পিএসসি।

এছাড়াও পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কর্নেল মোঃ সোহরাব হোসেন, পিএসসি,সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও, কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, বিজিবিএম,পিবিজিএম,পিএসসি,জি সেক্টর কমান্ডার, দিনাজপুর, লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ, পিএসসি,অধিনায়ক,ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০বিজিবি)।এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদরসহ রংপুর রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নের অধিনায়ক ও অন্যান্য অফিসারসহ জুনিয়র কর্মকর্তা,পদবীধারী ও তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্য,অসামরিক কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রতিযোগিতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)চ্যাম্পিয়ন এবং ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০বিজিবি) রানার আপ হয়েছে।ফায়ারিং প্রতিযোগিতায় সিপাহী মোঃ জিল্লুর রহমান ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০বিজিবি) শ্রেষ্ঠ ফায়ারার এবং নায়েক মোহাম্মদ রফিকুল ইসলাম পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮বিজিবি) ২য় শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে নির্বাচিত হয়। এছাড়াও সিপাহী ফেন্সি খাতুন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হিসেবে নির্বাচিত হয়। পরে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

সর্বশেষ - প্রবাস

Translate »