মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৩, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

Spread the love

গতকাল সোমবার রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকাল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। ৪টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। পরীক্ষা নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বাসায় ফেরেন। এসময় সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

ডা. জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ডের সুপারিশ ক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে যান। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যান। হাসপাতালে নেওয়ার আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। এখন তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা পাওয়া যে মৌলিক অধিকার, সেটা থেকেও তিনি বঞ্চিত। চিকিৎসকরা বলেছেন, ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এই দেশগুলোতে তার রোগের চিকিৎসা আছে। বারবার পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সরকারকে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না

সর্বশেষ - প্রবাস

Translate »