সংযুক্ত আরব আমিরাতে এবার স্বাস্থ্য খাতে বিনিয়োগে হাত দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শুধু বিনিয়োগ নয় এই খাতে বাংলাদেশের চিকিৎসক ও দক্ষ সেবিকাদের কর্মসংস্থানের দ্বারও উন্মোচিত হতে পারে। আধুনিক স্বাস্থ্যসেবা পরিচর্যা করতে পারলে এ খাতটি বাংলাদেশিদের জন্য সুফল বয়ে এনে দিতে পারে। প্রবাসীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে মানবিক দৃষ্টিকোন থেকে চিকিৎসাসেবায় বিনিয়োগে হাত দিয়েছেন আমিরাতের ৪ প্রবাসী বন্ধু। প্রবাসীদের চিকিৎসা সেবা প্রসঙ্গে অত্যন্ত সহজভাবে বুঝাতে নামকরণ করেছেন “আমার ক্লিনিক”।
গতকাল রবিবার সন্ধ্যায় আজমানের নিউ সানাইয়ার লুলু হাইপার মার্কেটের ভবনে প্রথম ফ্লোরে ফিতা কেটে আমার ক্লিনিক এর উদ্বোধন করেন, বাংলাদেশ কনস্যুলেট দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।