ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন।
শুক্রবার রাতে ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।
ক্রেমলিনের বিবৃতি অনুসারে, ম্যাক্রোঁনের সঙ্গে আলাপে পুতিন বলেছেন, দক্ষিণ ইউক্রেনে অবস্থিত পরমাণু কেন্দ্রটিতে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এর জন্য তিনি কিয়েভকে দোষারোপ করেছেন। এই ঘটনায় বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি দেখছেন পুতিন।
উভয় প্রেসিডেন্ট ঘটনাস্থলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে সম্মত হয়েছেন।
টেলিফোন আলাপে ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রোনকে রুশ প্রেসিডেন্ট পুতিন বিশ্ববাজারে রাশিয়ার খাদ্য ও সার সরবরাহে চলমান বাধা-বিঘ্নের কথা তুলে ধরেন।