বুধবার , ৩ আগস্ট ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লালমনিরহাটে গাঁজাসহ সময় টিভির ভূয়া সাংবাদিক আটক

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ

Spread the love

লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকিং চলাকালে সময় টেলিভিশনের পরিচয় দানকারী এক ভূয়া সাংবাদিককে ২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার(২আগস্ট) দুপুরে জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজার পাশে পুলিশ চেকিং সময় এই ভূয়া সাংবাদিক আটক হয়।

গাঁজাসহ আটককৃত ভূয়া সাংবাদিকের নাম জসিম উদ্দিন বাবু(৩২)।সে কুড়িগ্রাম সদর উপজেলার কালেমৌজা এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।

জানা যায়,মঙ্গলবার দুপুরে তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকিং এর সময় সদর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চেকিং চলাকালে একজন মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে টোল প্লাজা পার হওয়ার চেষ্টা করে।এসময় তার চলাচলের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও চেকিং করা হয়।
পরে বেরিয়ে আসে আসল ঘটনা।

আইডি কার্ডটিতে সময় টিভির লোগো ব্যবহার করেছে চতুর এই মাদক কারবারি। আইডি কার্ডটি সন্দেহজনক হওয়ায় যাচাই করে ভূয়া বলে জানতে পারে পুলিশ।

গাজা সহ আটককৃত ভূয়া সাংবাদিক জসিমের নিকট উদ্ধার হওয়া আইডি কার্ডটিতে কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার পদবিসহ সময় টিভির নাম এবং আইডি নাম্বার rks 03, রক্তের গ্রুপ -বি+এবং ০১৯৫১৭৩৫৮৩৫ মোবাইল নাম্বার উল্লেখিত আইডি কার্ডের মেয়াদ ১ জানুয়ারি ২০৩০ পর্যন্ত উল্লেখ করা রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »