মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে আরও এগোতে হবে: আনোয়ার হোসেন

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২, ২০২২ ১২:১২ অপরাহ্ণ

Spread the love

সুনামগঞ্জ-৫ এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে ছাতক দোয়ারাবাসীর ব্যানারে মতবিনিময় সভা হয়েছে। লন্ডনে আয়োজিত সেই সভায় ব্রিটিশ কূটনৈতিক, রাজনীতিবিদের অনেকেই উপস্থিত ছিলেন।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার একমাত্র ব্রিটিশ বাঙালি গভর্নর আনোয়ার চৌধুরী বাংলাদেশে অবস্থানকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে আরও এগোতে হবে’।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র, বর্তমান কাউন্সিল ডেপুটি লিডার আসমা বেগম বলেন, ‘মুহিবুর রহমান মানিকের মতো জনপ্রতিনিধিদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’।

টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিল লিডার, বর্ষীয়ান নেতা হেলাল আব্বাস বলেন, ‘মুহিবুর রহমান মানিককে আমি দীর্ঘদিন যাবত চিনি।উনি একজন সাদামনের মানুষ’।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন বলেন, ‘জননেতা মুহিবুর রহমান মানিক হলেন হ্যামিলনের বাঁশিওয়ালা। উনি যেখানে মানুষের স্রোত সেখানে। আজকের এই সভা তার প্রমাণ’।

সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী বলেন, ‘এমপি মুহিবুর রহমান মানিক একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। মাঠ পর্যায়ে তিনি কেমন জনপ্রিয় তা চারবারের নির্বাচিত সংসদ হওয়া থেকেই বোঝা যায়’।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে মহিবুর রহমান মানিকের মতো গনমানুষের নেতা আওয়ামী লীগের জন্য খুবই জরুরি’।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিবুর রহমান মানিক বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা আমাদের গৌরব ও রেমিট্যান্স যোদ্ধা। প্রবাসীদের কষ্টার্জিত ও প্রেরিত অর্থেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে আমাদের সুনামগঞ্জসহ সারা সিলেট বিভাগ। আমাদের প্রবাসী ভাই ও বোনেরা মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা স্বায়ত্বশাসন ও গণতন্ত্রের পক্ষে আওয়াজ তুলেছেন সর্বাগ্রে। আবার চলমান বন্যা-দুর্যোগে এই প্রবাসীরাই সুনামগঞ্জ-সিলেটের বানভাসী মানুষকে ত্রাণসহ সকল প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তাই প্রবাসী ভাই-বোনদের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা জানাই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নাই’।

দ্য আট্রিয়াম হলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আলতাবুর রহমান মুজাহিদ। সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান শামীম। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুফতি মো. আব্দুল অদুদ। বক্তব্য দেন কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর লুৎফা রহমান, কাউন্সিলর লিলু আহমদ তাং, কাউন্সিলর বদরুল ইসলাম, কাউন্সিলর রেবেকা সুলতানা, কাউন্সিলর আছমা বেগম, কাউন্সিলর মাহফুজ আহমদ ফারুক, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর আবদাল উল্লাহসহ বিভিন্ন কমিউনিটি ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সর্বশেষ - প্রবাস

Translate »