শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি’র নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনে ভোটাদের গ্রহন শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির স্কুল শাখায় সাধারণ অভিভাবক সদস্য পদে ৬৮৯ ভোট পেয়ে প্রথম হন জিল্লুর রহমান ও ৫৩২ ভোট পেয়ে দ্বিতীয় হন ফেরদৌস আহমেদ (উথান মৃধা)। অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হন সোমা রানী দাস। বিকালে ভোট গননা শেষে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ প্রাপ্ত ফলাফল ঘোষনা করেন। সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। প্রার্থীরা হলেন- জিল্লুর রহমান (৬৮৯ ভোট), ফেরদৌস আহমেদ (৫৩২ ভোট), খোরশেদ আলম (৪৮৩ ভোট), সোহেল আহমেদ (৪২৮ ভোট), সোমা রানী দাস (৬৭২ ভোট) ও মাহমুদা বেগম (৫২৪ ভোট)।