বুধবার , ১৩ জুলাই ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৩, ২০২২ ৯:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রবাসী সুরক্ষা আইনসহ ১০ দফা দাবি প্রবাসীদের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. প্রবাসে মারা যাওয়া বাংলাদেশি নাগরিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নেয়া।

২. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার দিতে হবে।

৩. বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে।

৪. প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব ও পেনশন সুবিধা।

৫. দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা।

৬. প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

৭. জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ ও আসন সংরক্ষণ।

৮. বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা।

৯. বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত শ্রম কল্যাণ উইং।

১০. অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ।

প্রবাসী বাংলাদেশিরা তাদের ন্যায্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত। প্রবাসী বাংলাদেশিদের সুযােগ-সুবিধা, নাগরিক অধিকার, স্বার্থ সংরক্ষণ, প্রাপ্য অধিকার আদায়, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সেই সঙ্গে প্রবাসী ও তাদের পরিবারের নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসাসহ সকল ন্যায্য অধিকার সুনিশ্চিত করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।

প্রবাসাসীদের  পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। অতএব প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন।

 

সর্বশেষ - প্রবাস

Translate »