প্রবাসী বাংলাদেশিদের জন্য কল্যাণমূলক কাজ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষে আহ্বায়ক কমিটি আয়োজন করে আলোচনা সভা। এসময় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক অলি উদ্দিন শামীমকে সভাপতি এবং সদস্য সচিব মনোয়ার ক্লার্ককে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।
লাবন্য চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন হাজারী, তাফসিরুল আলম, আফজাল আহমেদ, মাফিজুল ইসলাম রাসেল, শরিফ উদ্দিন, সদস্য নজরুল ইসলাম পলাশ, আশরাফুল আলম রিকন, নজরুল ইসলাম।
অতিথি ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ্, মহিলা সংস্থা ইতালীর সাধারণ সম্পাদক সৈয়দা আরিফাসহ অন্য নেতারা।
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনটি প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে। আমরা কমিউনিটির সবার সহযোগিতা কামনা করছি।













