মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এবার করোনায় আক্রান্ত একতা কাপুর

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৪, ২০২২ ৪:৪৫ পূর্বাহ্ণ
এবার করোনায় আক্রান্ত একতা কাপুর

Spread the love

বলিউডে ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন। এবার জনপ্রিয় বলিউড ও ভারতীয় টিভি প্রযোজক,পরিচালক একতা কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছেন একতা কাপুর নিজেই।

বলিউড অভিনেতা জিতেন্দ্রর কন্যা একতা কাপুর লেখেন, ‘সব ধরনের সাবধানতা অবলম্বন করেও আমি কোভিড-১৯ পজিটিভ। আমি ভালো আছি। যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে তারা করোনা পরীক্ষা করান।’

জানা যায়, আপাতত বাড়িতে আইসোলেশনে রয়েছেন একতা কাপুর। সব ধরনের বিধিনিষেধ মেনে চলছেন তিনি। একতার কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্বেতা তিওয়ারি, হীনা খান, মৌনি রায়, বিক্রান্ত, আয়ুষ্মান খুরানা মতো তারকারা।

ভারতে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে। সময়ের সঙ্গে বেড়েই চলছে সংক্রমণের হার। সোমবার (৩ জানুয়ারি) করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান জন আব্রাহাম। দু’দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন ‘জার্সি’ খ্যাত অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। এছাড়া সম্প্রতি করোনায় আক্রান্ত হন কারিনা কাপুর খান, অর্জুন কাপুর, রিয়া কাপুর প্রমুখ।

সর্বশেষ - প্রবাস

Translate »