মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বারবার কেন ডানা ভাঙে বিমানের?

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৫, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ

Spread the love

হ্যাঙ্গারে পরপর ঘটছে সংঘর্ষ, সংকট কাটছে না, চলছে ২১ উড়োজাহাজে, শিডিউলে ঘটে বিপর্যয়, পাইলট-কর্মকর্তা-কর্মচারীদের নানামুখী কর্মসূচিতে মাঝেমধ্যে হয় স্থবির

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের মধ্যে প্রায়ই ঘটছে সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে ডানা ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমান। এ ছাড়া পাইলট, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি, সিন্ডিকেটের নানামুখী ষড়যন্ত্রে নাজেহাল সংস্থাটি। বিমানের ২১টি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ, ওভারপাওয়ারে ইঞ্জিন নষ্ট হওয়া, পাখির আঘাতসহ নানা ঘটনায় প্রতি মাসে অচল থাকছে একাধিক উড়োজাহাজ। দুই উড়োজাহাজের মধ্যে গত রবিবারের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলাম। সদস্য হলেন- মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নজরুল ইসলাম সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপপরিচালক আবদুল কাদের, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক আনোয়ার হোসেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রবিবার সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে বিমানের ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। যাত্রী নামিয়ে রাত ৯টার দিকে উড়োজাহাজটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নেওয়া হয়। এ সময় আগে থেকেই হ্যাঙ্গারে একটি ৭৩৭ উড়োজাহাজ ছিল। ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ভিতরে প্রবেশ করানোর সময় ৭৩৭ উড়োজাহাজের ডানায় আঘাত লাগে। এতে ৭৮৭ উড়োজাহাজের ডান পাশের ডানা ও ৭৩৭ উড়োজাহাজের বাঁ পাশের ডানা ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে ১০ এপ্রিল একইভাবে বিমানের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই সময় একটি বোয়িং ৭৭৭ ও একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। সে ঘটনায় ১১ মে বিমানের মুখ্য প্রকৌশলীসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিমান। ওই ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন বিমানের মুখ্য প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহারুল ইসলাম, সেলিম হোসেন খান ও জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান।

বিমানের প্রকৌশল বিভাগের কর্মীদের অভিযোগ, জনবল সংকট, নিয়মিত কর্মীদের প্রশিক্ষণ না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। নিম্নপদের কর্মীদের দোষারোপ করে দায় এড়াচ্ছেন বিমানের প্রকৌশল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সর্বশেষ - প্রবাস

Translate »