শুক্রবার , ২০ আগস্ট ২০২১ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২০, ২০২১ ১১:১৬ পূর্বাহ্ণ
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

Spread the love

ইসমাইল সাবরি ইয়াকুবকে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। মুহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।

এর আগে, মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদে সিনিয়র সুরক্ষামন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসমাইল সাবরি। ইয়াং ডি-পার্টুয়ান আগং সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ তার নিয়োগের কথা আজ শুক্রবার রাজকীয় পরিবারের নিয়ন্ত্রক আহমদ ফাদিল শামসুদ্দিন বিবৃতিতে জানিয়েছেন।

উমনো ভাইস-প্রেসিডেন্ট আগামীকাল শনিবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ইসমাইল এর আগে বারিসান ন্যাশনালের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন।

২০০৮ সালে, তিনি আবদুল্লাহ আহমদ বাদাবীর অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রী নিযুক্ত হন এবং এক বছর পরে, নজিব রাজাকের অধীনে, তাকে অভ্যন্তরীণ বাণিজ্য, সমবায় এবং ভোগবাদ মন্ত্রী করা হয়।

২০১৫ সালে গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ২০১৩ সালে তাকে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পমন্ত্রী করা হয়েছিল।

বিবৃতিতে, ফাদিল নিশ্চিত করেছেন, ইসমাইলের ১১৪ জন সাংসদের সমর্থন ছিল, যা তাকে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল, এবং যোগ করেছিল যে তাদের ১১৪ জনই তাদের সমর্থন নিশ্চিত করেছে।

ফেডারেল সংবিধানের অনুচ্ছেদ ৪০ (২) (এ) এবং ৪৩ (এ) (এ) অনুসারে, ইসমাইল সাবরি ইয়াকুবকে (বেরা এমপি) মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

রাজা প্রধানমন্ত্রীর নিয়োগের সঙ্গে সঙ্গে জনগণের কল্যাণ ও নিরাপত্তার জন্য সরকারকে অবিলম্বে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তার প্রচেষ্টা অব্যাহত রাখতেও বলা হয়েছে।

রাজা আশা করেন, রাজনৈতিক অস্থিরতা অবিলম্বে শেষ হতে পারে এবং সমস্ত সাংসদ জনগণ এবং জাতির স্বার্থে মহামারি মোকাবিলায় ঐক্যবদ্ধ ও সহযোগিতার মাধ্যমে তাদের রাজনৈতিক এজেন্ডাগুলো সরিয়ে রাখতে পারেন।

রাজা এমপিদেরও মনে করিয়ে দিয়েছেন, জনগণকে অগ্রাধিকার দিয়ে তাদের সর্বোত্তম পরিষেবা দিন। বলেন, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সংকটের মধ্যে রাজনৈতিক অস্থিরতায় জাতিকে বোঝা উচিত নয় এবং মহামারি মোকাবেলায় সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত আয়োজন হলো বাংলাদেশী খাদ্য উৎসব

চট্টগ্রাম বন্দরে হঠাৎ রুশ নৌবহর

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না: আব্দুর রহমান

ব্যাংক থেকে উধাও প্রবাসীর ১৮ লাখ টাকা ফেরত দিলো কর্তৃপক্ষ

জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

এমবাপ্পের জন্য রিয়ালের কাছে যত টাকা চাইল পিএসজি

এমবাপ্পের জন্য রিয়ালের কাছে যত টাকা চাইল পিএসজি

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার

বর্ষসেরা ওয়ানডে একাদশের টুপি পেলেন মুশফিক

বাংলাদেশে ১৫ লাখ টাকার সহায়তা দেবেন আমিরাত প্রবাসীরা

বাংলাদেশে ১৫ লাখ টাকার সহায়তা দেবেন আমিরাত প্রবাসীরা

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

Translate »