বুধবার , ৮ জুন ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ফুটবলারদের উজ্জীবিত করতেই আনা বিশ্বকাপ ট্রফি

প্রতিবেদক
Probashbd News
জুন ৮, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ

Spread the love

স্বপ্নের ফুটবল বিশ্বকাপে কখনো খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। আদৌ পারবে কি না, তা নিয়ে সন্দিহান হওয়ার সংখ্যাই বেশি। বেশ কয়েক বার আশ্বাস শোনা গেলেও নিশ্চয়তা দিতে পারেননি কেউ। ফুটবলারদের উজ্জীবিত করতে তাই বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি এনেছে বাফুফে। এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

দুই দিনের সফরে গতকাল বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বিশ্বকাপ ট্রফি। তা গ্রহণ করতে সাত সকালে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বাফুফের কর্মকর্তারা।

ট্রফি আনার পেছনে কারণ বলতে গিয়ে সালাউদ্দিন বলেন, ‘বাফুফের একজন সংগঠক হিসেবে অনেক চেষ্টা করে ট্রফিটা এখানে এনেছি। ভবিষ্যতে আমরা তো আর ফুটবল খেলতে পারবো না। খেলবে খেলোয়াড়েরা, কোচরা। এটা যেন খেলোয়াড়, কোচ ও ক্লাবদের অনুপ্রাণিত করে।’

বিশ্বকাপ ট্রফি এ নিয়ে তৃতীয়বার এলো বাংলাদেশে। কিন্তু লাল-সবুজ জার্সিধারীরা কবে সেই ট্রফির মঞ্চে খেলতে পারবে- এ নিয়ে সালাউদ্দিনও কোনো সদুত্তর দিতে পারেননি, ‘এটা কেউ বলতে পারবে না। এটা খেলোয়াড়দের ওপর নির্ভর করে। আমরা চেষ্টা করতে পারি শুধু, কাজ করতে পারি। এটা নতুন ও পুরনো খেলোয়াড়দের কাজ। এর জন্য আমরা সবাই মিলে কাজ করতে পারি।’

সর্বশেষ - প্রবাস

Translate »