বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের ভিসা দ্বিতীয়বারের মতো বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে চাইলেও শেষ পর্যন্ত তার খেলা হচ্ছে না তার।
করোনার টিকা না নেওয়া সংক্রান্ত জটিলতার কারণে ৬ জানুয়ারী মেলবোর্ন বিমানবন্দরে থাকা কর্মকর্তারা আটকে দেন । এরপর কাগজপত্র যাচাই করে তার ভিসা বাতিল করে দেয়া হয়।
এতকিছুর পরও জকোভিচ চেস্টা করছিলেন অস্ট্রেলিয়ায় ঢুকতে। কিন্তু শেষ পর্যন্ত তার সব চেস্টাই বিফলে যাচ্ছে।
জকোভিচ এখন পর্যন্ত ২০ বার গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতার শিরোপা জয় করেছেন। এবার তিনি অস্ট্রেলিয়ায় এসেছিলেন রেকর্ড ২১তম শিরোপা জয় করতে।
এখন পর্যন্ত রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ তিনজনই ২০ বার গ্র্যান্ডস্লামের শিরোপা জয় করেছেন। আরেকটি শিরোপা জয় করলেই বিশ্বরেকর্ড গড়বেন তিনি।
সূত্র: বিবিসি