সড়কপথে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নিয়ে ভোগান্তির শেষ নেই। রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে নির্ধারিত সময়ে গাড়ি না ছাড়ায় তীব্র গরমে অতিষ্ট যাত্রীরা।
এক থেকে দেড় ঘণ্টা সময় নিয়ে প্লাটফরম ছাড়ছে ট্রেনগুলো। সকালে সুন্দরবন এক্সপ্রেস সোয়া আট টায় ছাড়ার কথা থাকলেও একঘন্টা দেরি করে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্লাটফরমে দীর্ঘসময় অপেক্ষা করছে ঘরমুখো যাত্রীরা। তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে রাজধানীর বাস টার্মিনাল গুলোতেও যাত্রী চাপ দেখা গেছে। প্রতিবছরই এমন ভোগান্তিতে পড়া যাত্রীদের দাবি ট্রেনের সংখ্যা ও বগি বাড়ানোর। বিকেলের দিকে বিভিন্ন পথের লঞ্চগুলো চলাচল করায় সদরঘাটে দুপুরের পর থেকে বাড়বে যাত্রীর চাপ।

                    



                                                

                                    


