রবিবার , ২৪ এপ্রিল ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘ডায়রিয়ার প্রভাব পড়তে পারে জনশক্তি রপ্তানিতে’

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২৪, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ

Spread the love

স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক অনুষ্ঠানে সতর্কবার্তার কথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক।স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক অনুষ্ঠানে সতর্কবার্তার কথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক। ছবি: আজকের পত্রিকা
রাজধানীতে কিছুটা কমলেও ঢাকার বাইরের ডায়রিয়া পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে। ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে রাষ্ট্রীয়ভাবেও। চলমান পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে এর প্রভাব পড়তে পারে আরব আমিরাতসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিতে।

আজ রোববার দুপুর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু কিন্তু ডায়রিয়া মোকাবিলা করতে গিয়ে নাকাল হচ্ছি। কোভিড সামাল দিলেও ডায়রিয়া পারছি না। ঢাকার বাইরে এবার ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় পরিস্থিতি খারাপ হচ্ছে।

খুরশীদ আলম বলেন, ডায়রিয়া বা কলেরা যদি আরও বেড়ে যায় তাহলে আরব আমিরাত, কুয়েত, দুবাইসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া স্টপ (বন্ধ) করে দিতে পারে।

রাজধানীতে কিছুটা কমলেও ঢাকার বাইরের ডায়রিয়া পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে। রাজধানীতে কিছুটা কমলেও ঢাকার বাইরের ডায়রিয়া পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে। ফাইল ছবি
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য বলছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ম্যালেরিয়া রোগী কমেছে দ্বিগুণ। তবে গত বছর আবারও ঊর্ধ্বমুখী রূপ নিয়েছে পরিস্থিতি। ২০২১ সালে দেশের ১৩ জেলায় ৭ হাজার ২৯৪ জন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। যা আগের বছরের তুলনায় ১ হাজার ১৬৪ জন বেশি।

এর মধ্যে মোট আক্রান্ত রোগীর ৭১ দশমিক ৭ শতাংশই পার্বত্য জেলা বান্দরবানের। এরপরই রয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম। অন্যদিকে গত তিন বছর ধরে মৃতের সংখ্যা ৯ জন রয়েছে। ফলে চলমান প্রক্রিয়ায় ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যের মহাপরিচালক।

তিনি বলেন, সীমান্ত ও পাহাড়ি অঞ্চলগুলোর সঙ্গে ভারতে যাতায়াত রয়েছে। ফলে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না। যেসব এলাকায় বেশি হচ্ছে সেগুলোকে টার্গেট করে কার্যক্রম চালাতে হবে। সীমান্তে বিশেষ করে বন্দরগুলোতে ম্যালেরিয়া পরীক্ষা চালানো যায় কিনা সেজন্য সংশ্লিষ্টদের কাজ করতে হবে।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত

কথাসাহিত্যিক দিলারা হাশেম আর নেই

ট্রাম্পের আয়কর বিবরণী কংগ্রেসে জমা দেয়ার আদেশ

ট্রাম্পের আয়কর বিবরণী কংগ্রেসে জমা দেয়ার আদেশ

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ১৭ বছর পূর্তি , স্বর্ণালী সন্ধ্যার আয়োজন

এরদোগান একজন বিশ্বস্ত ও প্রভাবশালী বিশ্বনেতা: পুতিন

কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই: প্রতিমন্ত্রী

কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই: প্রতিমন্ত্রী

প্রথম নারী হিসেবে পাঁচ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের রেকর্ড পেরির

প্রথম নারী হিসেবে পাঁচ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের রেকর্ড পেরির

মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল-আর্জেন্টিনা

‘বিদেশ গিয়ে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন কার্টুনিস্ট কিশোর’

‘বিদেশ গিয়ে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন কার্টুনিস্ট কিশোর’

বাংলাদেশের মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেঃ রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি

সরকার আর কত ভর্তুকি দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সরকার আর কত ভর্তুকি দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

Translate »