মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বৈশাখী উৎসবের চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষককে মারধর

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১৯, ২০২২ ১০:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

পাবনার সাঁথিয়ায় পহেলা বৈশাখীর চাঁদা না দেয়ায় শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষক একেএম জহুরুল হককে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে সহকর্মীরা। হামলার ঘটনায় মূল হোতাকে আটক করলেও বাকীদের এখনো আটক করতে পারেনি পুলিশ। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় শ্রেণী কক্ষে ঢুকে ন্যাকারজনক এই হামলায় ক্ষুদ্ধ শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা।

পাবনা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সাঁথিয়া পৌরসভা পুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে শফিকুল ইসলাম কালু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের হয়রানি করে আসছিলো। সস্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের নিকট চাঁদা দাবী করে স্থানীয় বখাটে শফিকুল ইসলাম কালু ও তার সহকারীরা। দাবীকৃত চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে কালু ও তার সহযোগীরা গত শনিবার(১৬ এপ্রিল) দুপুরে শ্রেণী কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করে। হামলার সময় তৃতীয় শ্রেণীর ক্লাস চলছিল। শিক্ষার্থীদের সামনে ন্যাকারজনক এই হামলায় বিদ্যালয়ে আতংক ছড়িয়ে পরে। পরবর্তীতে অন্যান্য শিক্ষকেরা প্রধান শিক্ষককে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন। হামলার এ ঘটনায় সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি করা হলে ঘটনার সাথে জড়িত মূল হোতাকে আটক করলেও বাকীদের এখনো আটক করতে পারেনি পুলিশ।

একজন শিক্ষককে পাঠদানের সময় শ্রেণী কক্ষে ঢুকে ন্যাক্কারজনক এ হামলার ক্ষুদ্ধ শিক্ষকসহ স্থানীয়রা। শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে একজন শিক্ষকের উপর এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সকলের।

হামলার ঘটনায় সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত মূল হোতাকে আটক করা হয়েছে। বাকীদের আটকের পাশাপাশি তদন্ত সাপেক্ষে আইানানুগ ব্যবস্থা গ্রহণ আশ্বাস দিয়েছেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ।

 

 

 

সর্বশেষ - প্রবাস

Translate »