রবিবার , ১৭ এপ্রিল ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১ লক্ষ ৪২ হাজার এতিমের জন্য ইফতার

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১৭, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

Spread the love

বড় করে সাজানো হয়েছে গেট। ভেতরে বিশাল জায়গা জুড়ে বানানো হয়েছে প্যান্ডেল। এলাহী আয়োজন দেখে মনে হবে যেন একটা উৎসবমুখর বিয়ে বাড়ি। তবে এখানে বর পক্ষ কিংবা কনে পক্ষের অভ্যাগতরা বসে নেই। সারি সারি চেয়ারে বসে আছেন অসহায় ও দরিদ্র কিছু মানুষ।

তাদের জন্য টেবিলে থরে থরে সাজানো আছে ইফতারের প্লেট । রয়েছে সরবত, মুড়ি, পিঁয়াজু, বুঁন্দিয়া, জিলাপী, খেজুর, বেগুণীসহ নানা পদের ইফতার সামগ্রী। আর রাতের খাবারে থাকছে মাছ,মাংস,ডিম ,ভাত ,পোলাওসহ সবই । ঘুরে ঘুরে সবার খাবারের খোঁজ নিচ্ছেন সংগঠনের প্রধান নিজেই। সারাদিন রোজা রেখে তৃপ্তি সহকারে পেটপুরে খেতে পেরে প্রাণ ভরে দোয়া করছেন আমন্ত্রিতরা। দিনশেষে তাদের মুখের এই হাসিটাই যেন পরম পাওয়া আয়োজকদের।

করোনা পরবর্তীকালে যারা নানা সমস্যায় জর্জরিত, তাদের প্রতি মানবিক বিবেচনা থেকেই এই উদ্যোগ বলে জানালেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী।

শুধু নির্দিষ্ট জায়গায় প্যান্ডেল করে নয়। বিভিন্ন এতিমখানায় খাবার সরবরাহ করছে গাইবান্ধার বেসরকারী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র। তাদের উদ্যোগে মাসব্যাপী এক লক্ষ বিয়াল্লিশ হাজার এতিম শিশু ছাড়াও তিনশত প্রতিবন্ধী এবং স্থানীয় দু:স্থ নারী-পুরুষের জন্যে এই আয়োজন। পবিত্র রমজানে মাসব্যাপী শুধু ইফতার নয়, রাতের খাবারেরও ব্যবস্থা করেছেন তারা।
এমন মানবিক উদ্যোগে খুশি এলাকার মানুষ।

সর্বশেষ - প্রবাস

Translate »