পঁচিশ বছর আগের আজকের দিনে আইসিসি ট্রফি জয় করে বিশ্ব ক্রিকেটে নিজেদের অস্তিত্বের জানান দেয় বাংলাদেশ। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে তখনকার অধিনায়ক আকরাম খানের কণ্ঠে অভিযোগ, ঠিক সেভাবে এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ, যতটা প্রত্যাশা ছিল।
১৯৯৭ সালের আজকের দিনে কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জয় করে বাংলাদেশ। সেদিনের উল্লাস আর পরবর্তীতে আকরাম বুলবুলদের জন্য রাষ্ট্রীয় সংবর্ধনার পরিবেশই যেন বলছিল বাংলাদেশের ক্রিকেটকে যেতে হবে বহুদুর। কতটা আগালো বাংলাদেশের ক্রিকেট! ২৫ বছর পরে সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে কিছুটা আক্ষেপ ঝরল সেদিনে অধিনায়ক আকরাম খানের কণ্ঠে।
নব্বই দশকের শেষের দিকে যখন বাংলাদেশের ক্রিকেটে বিপ্লব ঘটে তখন আকরামদের সুযোগ সুবিধা আজকের মতো ছিলোনা, তামিম, সাকিবরা মুশফিকরা সব পেয়েও কেন টেস্টে নড়বড়ে এটাই কি বলতে চাইলেন আকরাম?
১৯৮৬ থেকে শুরু এ বছরে সেঞ্চুরিয়ানে খেলা সিরিজ উইনিং ওয়ানডে মিলিয়ে ৩৯৪ ম্যাচে টাইগারদের জয় ১৪০টা। আর গেল ২২ বছরে সাদা পোশাকে ১৩০ টেস্ট খেলেছে বাংলাদেশ, জয় এসেছে ১৬টাতে ড্র ১৭ টেস্ট ম্যাচে। এছাড়া ১২৫ টি টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৪৪টা।