বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভারত সফরে যুক্তরাজ্য ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩১, ২০২২ ৯:২৩ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বৃহস্পতিবার ভারত সফরে আসছেন। ইউক্রেন ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে তার এই সফর।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একইদিন তাদের দেশে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তবে ভারত আগেভাগে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানিয়েছে।

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। পশ্চিমা দেশগুলো যখন মস্কোকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে সেই সময় ভারত রাশিয়ার আক্রমণের নিন্দা পর্যন্ত জানাতে অস্বীকার করেছে। উপরন্তু কমিশনে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে ভারত। যুক্তরাজ্য খোলাখুলিভাবে জানিয়েছে, ভারতের এমন অবস্থানে তারা হতাশ।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতে একইদিন যুক্তরাজ্য এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সফরে আসলেও এই দুই মন্ত্রী বৈঠক করবেন কিনা সেটা জানা যায়নি।

সর্বশেষ - প্রবাস

Translate »