মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লিবিয়ায় নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৯, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা থেকে লিবিয়া যাওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি এনটিভির বিশেষ প্রতিনিধি এবং সাভার প্রেসক্লাবের সিনিয়র সদস্য। সাভার পৌর এলাকার শিমুলতলা এলাকার বাসিন্দা তিনি। তার সাথে বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও গাড়িচালক মোহাম্মদ খালেদও নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাদের অপহরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ত্রিপোলিতে ক্ষমতাসীন সরকারি বাহিনীর কেউ তাদের অপহরণ করতে পারে।

সোমবার সকালে জাহিদুর রহমানের স্ত্রী তাসলিমা রহমান জানান, গত ২৩ মার্চ থেকে তার স্বামী জাহিদুর রহমানের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অন্যতম পরিচালক জাহিদুর রহমান।

জাহিদুরের স্ত্রী তাসনিমা রহমান বলেন, গত ৩ মার্চ লন্ডনের উদ্দেশে জাহিদুর রহমান সাভারের বাসা ত্যাগ করেন। এরপর সেখান থেকে তিনি লিবিয়া যান বলে জানতে পেরেছি। ২৩ মার্চ ফোনে আমার সাথে তার শেষ কথা হয়েছে। এরপর থেকে মোবাইল বন্ধ পাচ্ছি। কোনো খবরই পাচ্ছি না আজ। লন্ডনে যারা পরিচিত আছেন তারাও এখন আর কিছুই জানাতে পারছেন না। তাকে অপহরণ করা হয়েছে এটুকু জানতে পেরেছি।

জানা গেছে, গত ৩ মার্চ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পারিবারিক ভিসায় লন্ডনে যান জাহিদ। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ঘুরে ২১ মার্চ লিবিয়ায় পৌঁছান তিনি। সেখানে পৌঁছানোর পরদিন জাহিদুর ফেসবুক পোস্টে লেখেন, ‘লন্ডন থেকে লিবিয়া। গৃহযুদ্ধ কবলিত দেশটিতে প্রবেশ ছিল রীতিমতো চ্যালেঞ্জের। লন্ডন যাবার আগেই তাই বিশেষ ব্যবস্থাপনায় ভিসা সংগ্রহ করেছিলাম ঢাকা থেকে। তা সত্ত্বেও ইমিগ্রেশন অতিক্রম শেষে পদে পদে ছিল ভয়-ভোগান্তি দুটোই। এর প্রধান কারণ নিরাপত্তাহীনতা। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি এক কথায় ভয়াবহ।’

২২মার্চ দুপুরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ময়দানে সোহাদা নামে পরিচিত গ্রিন স্কয়ারে গিয়ে একাধিক ছবি তোলেন জাহিদ। সেখান থেকে তিনি লেপসিস ম্যাগনা এলাকায় যান। গ্রিন স্কয়ারে লিবিয়ার জাতীয় পতাকা হাতে এক বৃদ্ধের সাথে একাধিক ছবিও পোস্ট করেন নিজের ফেসবুকে। এদিকে জাহিদুর রহমানের কর্মস্থল এনটিভি থেকে বলা হয়েছে তিনি অফিস থেকে ছুটি নিয়ে ব্যক্তিগত সফরে গত ৪ মার্চ লন্ডনে যান। পরে লিবিয়া গিয়ে গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ - প্রবাস

Translate »