ইউক্রেনের শরণার্থীদের নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশাসন। কারণ, ফ্রান্সসহ বিভিন্ন ইউরোপীয় নেতাদের আহ্বানের পরও ইউক্রেনের শরণার্থীদের জন্য ভিসা নীতি সহজ করতে রাজি হয়নি জনসনের প্রশাসন। তাদের দাবি, ইউক্রেন থেকে কারা যুক্তরাজ্যে ঢুকছে, তা পরখ করে দেখা জরুরি।
শুক্রবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থীকে পারিবারিক ভিসা দিয়েছে যুক্তরাজ্য।
চলতি মাসের শুরুতে ইউক্রেনীয়দের জন্য পারিবারিক ভিসা প্রকল্প চালু করে বরিসের প্রশাসন। এর আওতায় এখন পর্যন্ত সাড়ে ৩৫ হাজার আবেদন পড়েছে বলে জানিয়েছে বিবিসির প্রতিবেদনে।
এখন পর্যন্ত ২০ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। মলদোভার মতো ভঙ্গুর অর্থনীতির দেশও তিন লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সে তুলনায় যুক্তরাজ্যের শরণার্থীর নেওয়ার হার অনেকটাই কম।
সূত্র: বিবিসি