সোমবার নিউজিল্যান্ডের সেডন পার্কে প্রথম ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ 50 ওভারে 234 রান করে, যা তাদের সর্বোচ্চ ওডিআই স্কোর।
ওপেনার সিদরা আমীনের সেঞ্চুরি সত্ত্বেও পাকিস্তান ৫০ ওভার শেষে ২২৫ রানে সীমাবদ্ধ ছিল।