করোনভাইরাস ঠেকাতে স্পেনে গতবছরের কঠোর লকডাউনটি অসাংবিধানিক ছিল বলে রায় দিয়েছে দেশটির উচ্চ আদালত। নতুন এই রায়ে লকডাউন বিধি ভঙ্গের জরিমানার অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এতে যারা জরিমানা গুনেছেন তারা তা ফেরত পেতে যাচ্ছেন। খবর বিবিসি’র।
আদালত আরও জানিয়েছে, জরিমানা ফেরত দেবার পর জনসাধারণ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারের বিরুদ্ধে এ বিষয়ে পাল্টা মামলা করতে পারবে না। এর আগে, স্পেনে চলতি বছরের ২৬ জুন থেকে বাড়ির বাইরে বের হলে আর বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে না জানানো হয়।
উল্লেখ্য, গতবছরের ১৪ মার্চ, করোনার বিস্তার ঠেকাতে দেশটির সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করে কঠোর লকডাউন আরোপ করেছিল। দেশটিতে ২০২০ সালে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এতো বেড়ে যায় যে হাসপাতালগুলো রোগীতে ভরে যায়। এ পর্যন্ত দেশটিতে ৮১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

 
                                            






 
                                    



