শুক্রবার , ১৬ জুলাই ২০২১ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পুলিশ কমিশনারের মেয়ে পরিচয় দিয়ে বিপাকে তরুণী

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৬, ২০২১ ৯:২৪ পূর্বাহ্ণ
পুলিশ কমিশনারের মেয়ে পরিচয় দিয়ে বিপাকে তরুণী

সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ কমিশনারের মেয়ে পরিচয় দিয়ে বিপাকে পড়েছেন এক তরুণী। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।  

ওই তরুণীর নাম সুলগ্না ঘোষ। তার বাড়ি যাদবপুরের বিক্রমগড়ে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নেটমাধ্যমে সুলগ্না কখনও পুলিশ কমিশনার, কখনও কলকাতা পুলিশের সার্জেন্ট, কখনওবা সাব ইন্সপেক্টরের মেয়ে বলে পরিচয় দিতেন।

বিষয়টি নজরে আসতেই ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন তারই এক পরিচিত ব্যক্তি।

জানা গেছে, ইনস্টাগ্রামে পুলিশের পোশাক পরে ছবি দিয়েছিলেন সুলগ্না। সেখানে প্রোফাইলে নিজেকে কলকাতা পুলিশ কমিশনারের মেয়ে বলে উল্লেখ করেন তিনি। সেই ছবি পোস্টও করেছিলেন। 

আর তাতেই বিপত্তি। পুলিশ সম্পর্কে নেটমাধ্যমে ভুল বার্তা ছড়াচ্ছে—এমন অভিযোগ তুলে কলকাতা পুলিশে অভিযোগ করা হয় সুলগ্নার বিরুদ্ধে।

তবে সুলগ্নার দাবি— ইউটিউবে ভিডিও বানানোর জন্য তিনি পুলিশের পোশাক ভাড়া করেছিলেন। সেই পোশাক পরেই ছবি আপলোড করেছিলেন। 

সুলগ্নার আরও দাবি— কলকাতা পুলিশে কোনো নারী সার্জেন্ট হয় না। তাই তিনি কোনো আইনবিরুদ্ধ কাজ করেননি।

সর্বশেষ - সাহিত্য

Translate »