শুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশে আসার প্রস্তুতি সম্পন্ন

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৪, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশে আসার প্রস্তুতি সম্পন্ন

Spread the love

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে গত ২৫ জানুয়ারি প্রচণ্ড ঠাণ্ডায় সাত বাংলাদেশির মৃত্যু হয়। এসব বাংলাদেশির মৃতদেহ দেশে পাঠাতে রোম বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রক্রিয়া শেষ করেছে। 

ইতালির যে বিমানবন্দর থেকে লাশগুলো দেশে পাঠানো হবে, সেখানে ফ্লাইটের সীমাবদ্ধতা রয়েছে। ফলে হয়তো আরও কয়েকটি দিন বেশি লাগতে পারে।

এ বিষয়ে রোম বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রমকল্যাণ) মো. এরফানুল হক বলেন, দেশে লাশ পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিমান টিকিট পেলেই লাশ দেশে পাঠানো শুরু হবে। তবে কাতানিয়া থেকে সপ্তাহে একটিমাত্র বিমানে সর্বোচ্চ ২টি লাশ পাঠানো সম্ভব। ফলে এতে দীর্ঘ সময় লাগবে। তাই রোম হয়ে লাশ পাঠানোর প্রচেষ্টা চলছে।

সর্বশেষ - প্রবাস