বৃহস্পতিবার , ২২ জুলাই ২০২১ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নতুন জুতা পরে পায়ে ফোসকা পড়লে যা করবেন

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২২, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
নতুন জুতা পরে পায়ে ফোসকা পড়লে যা করবেন

Spread the love

নতুন জুতা পরলে অনেকের পায়েই ফোসকা পড়ে যায়। এক্ষেত্রে আক্রান্ত স্থানটি ফুলে ওঠে। অনেকটা পানির থলের মতো দেখা ফোসকার স্থানটি।

খুবই ব্যথা এবং যন্ত্রণায় ভুগতে হয় ফোসকা পড়লে। ফোসকা ফেটে গেলে আবার স্থানটি ঘা তে পরিণত হতে পারে। তাই ফোসকার বিষয়টি হেলাফেলায় নেওয়া উচিত নয়।

পায়ে একবার ফোসকা পড়লে পরে তিন চারদিন চলাচল করা মুশকিল হয়ে দাঁড়ায়। তবে কয়েকটি বিষয় মেনে চললেই সেরে যাবে ফোসকা। জেনে নিন করণীয়-

>> প্রথম অবস্থায় কখনোই পায়ের ফোসকা ফাটিয়ে দেবেন না। আর যদি কোনো কারণে ফোসকা ফেটেও যায়; সেক্ষেত্রে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে রাখুন।

>> পায়ের যেখানে ফোসকা পড়েছে; দিনে অন্তত তিনবার সেখানে মধু ব্যবহার করুন। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে।

>> আপনার জুতা যদি শক্ত হয়ে থাকে; তাহলে ত্বকের যেসব স্থানে জুতা পরলে ঘষা লাগবে ওই স্থানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে করে জুতোর ওই জায়গাগুলো কিছুটা হলেও নরম হয়ে যাবে।

>> ফোসকা দ্রুত শুকাতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন।

>> ফোসকার উপরে পানির সঙ্গে আটা গুলিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করুন। দ্রুত ফোসকা শুকিয়ে যাবে।

>> নতুন জুতো পরার আগে পায়ে ভালো করে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিন। এর ফলে এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

>> এ ছাড়াও জুতার যে জায়গাগুলো শক্ত বলে মনে হবে, ওই স্থানে টেপ লাগিয় নিতে পারেন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি কমে যাবে।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত