গত রোববার বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আটলেটিকো মাদ্রিদসহ ইউরোপের প্রথম সারির ১২টি ক্লাব উয়েফার বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে।
বিদ্রোহ ঘোষণা করা এসব ক্লাবের উদ্দেশে হুমকি দিয়ে ফিফা সভাপতি বলেন, হয় থাকো, না হয় বেরিয়ে যাও।
বিদ্রোহ ঘোষণা করা এই ক্লাবগুলো চ্যাম্পিয়ন্স লিগের পরিবর্তে নতুন করে শুরু হতে যাওয়া সুপার লিগে অংশ নেওয়ার কথা জানায়।
তাদের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) এই ১২টি ক্লাবকে নিষিদ্ধ করার ঘোষণা করেছে। সেই সঙ্গে এই ১২টি ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়ায়ও হাঁটছে।
এমন পরিস্থিতে সোমবার ফিফার পক্ষ থেকে বলা হয়, সুপার লিগে খেলা ফুটবলাররা জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না।
মঙ্গলবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সুপার লিগকে কোনও ভাবেই অনুমোদন দেওয়া হবে না। আর ফিফার যে কোনও সিদ্ধান্তে উয়েফারও সমর্থন থাকবে।
ইনফান্তিনো আরও বলেন, যে কেউ নিজের মতো করে পথ বেছে নিতে পারে। সেটা ভালো বা খারাপ যাই হোক, তার দায়ও তাদের নিতে হবে। তবে পরে যেন তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে না যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস