শুক্রবার , ২৩ জুলাই ২০২১ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মিলারের ব্যাটিং তাণ্ডবে দ. আফ্রিকার সিরিজ জয়

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৩, ২০২১ ৬:১০ পূর্বাহ্ণ
মিলারের ব্যাটিং তাণ্ডবে দ. আফ্রিকার সিরিজ জয়

ডেভিড মিলারের ব্যাটিং তাণ্ডব আর তাবরিজ শামসি ও ফরচুনের স্পিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেল দক্ষিণ আফ্রিকা। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছেন সফরকারীরা। 

বৃহস্পতিবার বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্র্রথম ১০ ওভারে ৫৮ রানে ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেন ডেভিড মিলার। 

ষষ্ঠ উইকেটে ওয়েন মুল্ডারকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৫৮ রানের জুটি গড়েন মিলার। ২৬ বলে ৩৬ রান করে ফেরেন মুল্ডার। 

এর পর একাই লড়াই চালিয়ে যান মিলার কিলার। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৪৪ বলে ৫টি ছক্কা আর ৪টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৭৫ রান করেন মিলার। তার ব্যাটিংশৈলীতে শেষ ১০ ওভারে ১০১ রান করে ১৫৯/৭ রানে ইনিংস থামায় দক্ষিণ আফ্রিকা। 

টার্গেট তাড়া করতে নেমে তাবরিজ শামসি ও ফরচুনের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৯.৩ ওভারে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। শামসি ও ফরচুন ১৪ ও ১৬ রানে ৩টি করে উইকেট শিকার করেন।    

সর্বশেষ - সাহিত্য

Translate »