শুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ পাকিস্তানের হাসনাইন

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৪, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ পাকিস্তানের হাসনাইন

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন। 

বিগ ব্যাশে প্রশ্নবিদ্ধ হওয়া হাসনাইনের বোলিং অ্যাকশন পরীক্ষার পর অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে চলমান পিএসএলেও আর খেলা হচ্ছে না এ বোলারের। খবর ইএসপিএন।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, গত ২ জানুয়ারি বিগ ব্যাশে সিডনি থান্ডারের পক্ষে হাসনাইনের অভিষেক হয়। সাকিব মাহমুদের পরিবর্তে সুযোগ পান তিনি। 

অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে বিগ ব্যাশে নিজের প্রথম ওভারেই ৩ উইকেট শিকার করেন হাসনাইন। সেই ওভারটিও ছিল মেডেন। সেই ম্যাচে ২০ রানে ৩ উইকেট পান হাসনাইন। অভিষেক ম্যাচেই ভালো বল করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, হাসনাইন বিগ ব্যাশে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৭ উইকেট। এর পরই তার বোলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করেন ম্যাচের দায়িত্বরত আম্পায়াররা। ফলে পাকিস্তানে ফিরে যান তিনি। 

লাহোর বিশ্ববিদ্যালয়ের অধীন ল্যাবরেটরিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাসনাইন। সেই পরীক্ষায় দেখা গেছে, তার বোলিং অ্যাকশন অবৈধ।

বর্তমানে হাসনাইন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। ৮.৪৪ ইকোনমিক রেটে পেয়েছেন ৩ উইকেট। 

আইসিসির নিয়মানুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে হাসনাইনকে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি দিতে পারত। কিন্তু আগেও এমন ঘটনায় পিসিবি ঘরোয়া ক্রিকেটেও বোলিং করার অনুমতি দেয়নি এবং হাসনাইনের ক্ষেত্রেও তাই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

ফলে চলমান পিএসএলে আর খেলা হচ্ছে না তার। হাসনাইন এখন একজন স্থানীয় কোচের অধীনে তার বোলিং অ্যাকশন শুধরানোর জন্য কাজ করবেন।

সর্বশেষ - সাহিত্য

Translate »