জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক। এবারের আসরে মেয়েদের সাঁতারের ৪×২০০ মিটার ফ্রি-স্টাইলের রিলেতে বিশ্ব রেকর্ড গড়েছে চীন।
রোমাঞ্চকর এই রেকর্ড গড়ার পথে ৭ মিনিট ৪০.৩৩ সেকেন্ড সময় নেয় চাইনিজরা।
এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ১:১৭ সেকেন্ড এগিয়ে থেকে রেকর্ডটি ভেঙে সোনা জিতল চীন।
টোকিও অলিম্পিকে মেয়েদের সাঁতারের ৪×২০০ মিটার ফ্রি-স্টাইলের রিলেতে ৭ মিনিট ৪০.৭৩ সেকেন্ড সময় নিয়ে রোপা জিতেছে যুক্তরাষ্ট্র। ৭ মিনিট ৪১.২৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে অস্ট্রেলিয়া।