টোকিও অলিম্পিকে কন্ডোমের অদ্ভুত ব্যবহার দেখল বিশ্ব। অস্ট্রেলিয়ার এক প্রতিযোগী ব্রোঞ্জ জিতলেন কন্ডোমের সাহায্যে। এমনই অবাক ঘটনা ঘটল অলিম্পিকে।
নিয়ম অনুযায়ী অলিম্পিক ভিলেজে ঢোকার সময় প্রতিযোগীদের কন্ডোম দেওয়া হয়। অস্ট্রেলিয়ার ক্যানোইস্ট জেসিকা ফক্স সেই কন্ডোম ব্যবহার করলেন তার নৌকা (কায়াক) সারানোর জন্য। নেটমাধ্যমে এই ঘটনা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ইন্সট্রাগ্রামের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে কার্বোনের প্রলেপ লাগানো হচ্ছে নৌকা তথা কায়াকের ক্ষতিগ্রস্ত স্থানে। তারপর সেখানে কন্ডোম পরাচ্ছেন জেসিকা। নেটমাধ্যমে তিনি লেখেন, “বাজি ধরতে পারি যে কন্ডোম দিয়েও নৌকা সারানো যায়, এটা কেউ জানত না।”
অলিম্পিকে কে-১ বিভাগে তৃতীয় পদক জিতলেন জেসিকা। ২০১২ অলিম্পিকে লন্ডনে রুপা জিতেছিলেন তিনি। রিয়ো অলিম্পিকের পর টোকিওতেও ব্রোঞ্জ জিতলেন জেসিকা। পদক জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।