শনিবার , ৩১ জুলাই ২০২১ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

৩৪ হাজার জনসংখ্যার দেশে প্রথম বার পদক জয়, ইতিহাসে সান মারিনো

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩১, ২০২১ ১০:২৮ পূর্বাহ্ণ
৩৪ হাজার জনসংখ্যার দেশে প্রথম বার পদক জয়, ইতিহাসে সান মারিনো

Spread the love

ইউরোপের ছোট্ট একটি দেশ সান মারিনো। এই দেশের আয়তন মাত্র ২৪ স্কোয়্যার মাইলস। আর জনসংখ্যা এক কোটি কিংবা ৫০ লক্ষ তো দূরের বিষয়, ৫০ হাজারও নয়। খুব বেশি হলে ৩৪ হাজার হবে।

সেই দেশ থেকেই অলিম্পিক্সে অংশ নিতে এসেছেন ৫ জন অ্যাথলিট। তার মধ্যে ইতিহাস গড়ে ফেললেন শুটার আলেসান্দ্রা পেরিলি। মহিলাদের শুটিংয়ের ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ জিতে ছোট্ট সান মারিনোকে বিশ্বের দরবারে গর্বিত করেছেন তিনি। তাঁর এই সাফল্য উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। খবর হিন্দুস্তান টাইমসের।

তবে এখানেই শেষ নয়। দ্বিতীয় পদকও নিশ্চিত করে ফেলেছেন আলেসান্দ্রা পেরিলি। ব্রোঞ্জের পর এ বার সোনা জয়ের আশায় সান মারিনো। আলেসান্দ্রা পেরিলি তাঁর সঙ্গী জিয়ান মার্কো বার্তিকে সঙ্গে নিয়ে শুটিংয়ের নিউ ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন।

সোনা জয়ের ম্যাচে তাঁরা মুখোমুখি হবেন স্পেনের ফতিমা গালভেজ এবং আলবার্টো ফার্নান্ডেজের। সোনা জিতলে আরও বড় একটি পালক যোগ হবে সান মারিনোর মুকুটে।

সান মারিনো দেশটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ইতালি। যাতায়াত থেকে ব্যবসা-বাণিজ্য, সব কিছুর জন্যই সান মারিনোকে অন্য দেশের উপর নির্ভর করতে হয়। তাতে সান মারিনোর কোনো আক্ষেপ রয়েছে কিনা, সে কথা জানা নেই।

তবে যদি থেকেও থাকে, তা হলে সেই আক্ষেপে কিছুটা হলেও মলমের কাজ করেছে আলেসান্দ্রা পেরিলির পদক। মহিলা এই শুটার যে বিশ্বের দরবারে তাঁর ছোট্ট দেশের মাথা গর্বে উঁচু করে দিয়েছে।

এ বারের অলিম্পিক্সে সান মারিনো থেকে যে পাঁচ জন প্রতিযোগী অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র পদক জয়ের সম্ভাবনা ছিল শুটার আলেসান্দ্রা পেরিলিকে ঘিরেই। কারণ এর আগেও অলিম্পিক্সে সান মারিনোর হয়ে সেরা পারফরম্যান্স করেছিলেন আলেসান্দ্রাই।

২০১২ লন্ডন অলিম্পিক্সে এই একই ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন তিনি। চতুর্থ স্থানে শেষ করেছিলেন আলেসান্দ্রা পেরিলি। আর তারও আগে ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ৫০ মিটার রাইফেলের প্রোন ইভেন্টে ফ্রান্সেসো নান্নি পঞ্চম স্থান পেয়েছিলেন। আর এ বার অলিম্পিক্সের প্রথম পদক সান মারিনোকে এনে দিলেন আলেসান্দ্রা পেরিলি।

আলেসান্দ্রার এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা সান মারিনো। নেটদুনিয়ায় শুভেচ্ছা জোয়ার বয়ে গিয়েছে। তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে সান মারিনোর প্রতিটি নাগরকিই। আর হবে নাই বা কেন, আলেসান্দ্রা পেরিলির হাত ধরেই তো সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট দেশ হিসেবে অলিম্পিক্সে পদক জিতে নতুন নজির গড়ল সান মারিনো।

এতোদিন জনসংখ্যার দিক থেকে এ রেকর্ডটা ছিল লিচেনস্টেইনের দখলে, যারা এখনও পর্যন্ত ১০টা অলিম্পিক্স পদক জিতেছে। আর আয়তনের দিক থেকে এর আগের রেকর্ডটা ছিল বারমুডার, যারা দু’দিন আগেই জিতেছিল মহিলা ট্রায়াথলনে পদক। ফ্লোরা ডাফির সোনার পজক জিতেছিলেন।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
কেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বললেন বোল্ট?

কেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বললেন বোল্ট?

এক বছর নিষিদ্ধ দেশের দ্রুততম মানব ইসমাইল

এক বছর নিষিদ্ধ দেশের দ্রুততম মানব ইসমাইল

উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগ

পাকিস্তানের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগ

সংস্কার শেষে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবো : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার

নোয়াখালী-লক্ষ্মীপুরে বন্যা: খাল দখলমুক্ত করতে হাইকোর্টে রিট

উন্নয়ন চোখে না দেখলে চোখের চিকিৎসার পরামর্শ প্রধানমন্ত্রীর

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ

মারা গেলেন প্রবাসী পরিবারের সদস্য সামিয়াও

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

Translate »