রবিবার , ১ আগস্ট ২০২১ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

৫০০ সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়ালেন পরী মনি

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১, ২০২১ ১০:১৪ পূর্বাহ্ণ
৫০০ সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়ালেন পরী মনি

Spread the love

চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরী মনি। এ পর্যন্ত প্রায় দেড় ডজন ছবি মুক্তি পেয়েছে তার। নায়িকা পরিচয়ের বাইরে ভিন্ন পরিচয়েও পরিচিত তিনি। মানুষের সেবায় ছুটে যাচ্ছেন, অসহায়দের পাশে দাড়াচ্ছেন, সমাজের অবহেলিত মানুষদের নিয়ে আরও অনেক কিছুই করার পরিকল্পনা মাথায় নিয়ে ঘুরছেন এ নায়িকা। পরীর কথায়, তাদের পাশে দাঁড়ানোর মধ্যেই অন্য রকম এক আনন্দ আছে। ইতোমধ্যে তার এসব কর্মকাণ্ড দারুণ প্রশংসিত হয়েছে।

দেশে চলমান মহামারি করোনার মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা ‘হোপ ফাউন্ডেশন ফর উমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ’ মাধ্যমে এবার ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন পরী মনি।

সম্প্রতি, রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত অন্তত ৫০০ জন শিশুদের সহযোগিতা করেছেন পরীমনি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রশিদ জানান, আমারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশের বিভিন্ন সময়, বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছি। সেই ধারাবাহিকতায় বজায় রেখে এবার ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশুরকে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবার প্রিয় অভিনেত্রী পরী মনি। তাকে ধন্যবাদ।

সর্বশেষ - প্রবাস