সুদানের শেতিত নদীতে ভেসে এসেছে অন্তত ৩০টি মরদেহ। নদীটি ইথিওপিয়ার টিগ্রে বাহিনী ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সীমানা হিসেবে কাজ করে। ভেসে আসা মৃতদেহ গুলো ইথিওপিয়ার নাগরিকদের বলে জানিয়েছেন সুদানে আশ্রয় নেয়া শরণার্থীরা।
ইথিওপিয়া থেকে পালিয়ে আসা এক শরণার্থী রয়টার্সকে জানান, ছয় দিনে তিনি ভেসে আসা অন্তত ১০টি মৃতদেহ কবর দিয়েছেন। সোমবার ভেসে এসেছে আরও ৭টি মৃতদেহ। হাত পা বাঁধা অবস্থায় সবগুলো মৃতদেহেই গুলির চিহ্ন রয়েছে।
এ বিষয়ে ইথিওপিয়ার সরকার এখনো কোন মন্তব্য করেনি। তবে, ভেসে আসা এসব মৃতদেহের ভুয়া ছবির মাধ্যমে টিগ্রের বিদ্রোহীরা অপপ্রচার চালাচ্ছে বলে সোমবার সরকারি নিয়ন্ত্রণাধীন এক টুইট বার্তায় জানানো হয়।