মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সৌদিতে দুই বছরে ৩৪৩৭ বাংলাদেশির মৃত্যু : রিপোর্ট

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩, ২০২১ ৮:১৮ পূর্বাহ্ণ
সৌদিতে দুই বছরে ৩৪৩৭ বাংলাদেশির মৃত্যু : রিপোর্ট

Spread the love

সৌদি আরবের বিভিন্ন স্থানে ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দুই বছরে অন্তত তিন হাজার ৪৩৭ বাংলাদেশি মারা গেছেন। দেশটির জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুসারে, যারা মারা গেছেন তাদের মধ্যে দুই হাজার ৪৪৮ জনকে পরিবারের অনুমতিসাপেক্ষে সৌদিতেই দাফন করা হয়েছে। বাকি ৯৮৯ জনের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছর হিসাবে ২০১৯-২০ সালে সৌদিতে এক হাজার ৬৯৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। পরের অর্থবছর, অর্থাৎ ২০২০-২১ সালে মারা গেছেন এক হাজার ৭৪১ জন।

সৌদির ১৩টি প্রদেশের সাতটিতে থাকা বাংলাদেশিরা জেদ্দা কনস্যুলেটের সেবা নিয়ে থাকেন। পশ্চিমাঞ্চলের ওই সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় প্রায় সাত লাখ বাংলাদেশি থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য রিয়াদ দূতাবাসের তথ্যমতে, বর্তমানে প্রায় ২২ লাখ ৮ হাজার বাংলাদেশি গোটা সৌদি আরবে কর্মরত।

জানা গেছে, ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৫৫৬ বাংলাদেশি করোনায় মারা গেছেন বলে কনস্যুলেটে নথিভুক্ত হয়েছে।

এছাড়া প্রতিবেদনটিতে কনস্যুলেটের সেবা সংক্রান্ত আরও নানা তথ্য তুলে ধরা হয়েছে।

সর্বশেষ - প্রবাস